সড়ক পথে ঢাকা থেকে নবাবগঞ্জ আসার পথঃ
ঢাকা থেকে নবাবগঞ্জে সড়ক পথে আসার জন্য দিনাজপুরের বাসে আসতে হবে।দিনাজপুরের বাসে এসে ভাদুরিয়া বা বিরামপুরে নামতে হবে।ভাদুরিয়া থেকে নবাবগঞ্জের দুরত্ব ১৩ কিলোমিটার এবং বিরামপুর থেকে নবাবগঞ্জের দুরত্ব ১০ কিলোমিটার।এই পথ সিএনজি/অটো/ভ্যানে আসা যাবে।
রেলপথে ঢাকা থেকে আসার পথঃ
রেল পথে ঢাকা হতে একতা এক্সপ্রেস বা দ্রুতযান এক্সপ্রেসে এসে বিরামপুর রেলস্টেশনে নামতে হবে। এরপর বিরামপুর থেকে সিএনজি/অটো/ভ্যান যোগে নবাবগঞ্জ আসতে হবে।
ট্রেনের সময়সূচীঃ
ক্রমিক নং | ট্রেনের নাম | ঢাকা থেকে ছাড়ার সময় | বিমানবন্দর থেকে ছাড়ার সময় | যে স্টেশনে নামতে হবে/পৌছানোর সময় |
০১. | নীলসাগর এক্সপ্রেস | ০৮ঃ০০ | ০৮ঃ৪০ | বিরামপুর/১৫ঃ২০ |
০২. | একতা এক্সপ্রেস | ১০ঃ০০ | ১০ঃ৩২ | বিরামপুর/১৭ঃ১৭ |
০৩. | দ্রুতযান এক্সরেস | ২০ঃ০০ | ২০ঃ৩২ | বিরামপুর/০৩ঃ১২ |
উপজেলা প্রদত্ত সেবার মান উন্নয়নের জন্য যোগাযোগ করুনঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস